Saturday, June 23, 2018

মন প্রাচীর

হিসেব খাতায় দিন গড়ালে
কথায় ইতি তোমার আমার,
একটা বাক্য অধিক স্রোতে
বুকের ভিতর দুঃখ পাহাড়।
ক্লান্তি ভেজা দিনের শেষে
তোমায় লেখা একটা চিঠি,
অদৃশ্য তার কাগজ কলম
মন প্রাচীরে তোমায় লিখি।

No comments:

Post a Comment