Monday, November 29, 2021

সময়ের বেড়াজাল

দূরত্ব মাপে তোমায় আমায়
সময়ের বেড়াজালে,
শীতের বিকেল রোদ্দুর খোঁজে
অতীতের কোলাহলে।
আমি জানি তুমি আছো গভীরেই
নীরবে বইয়ের ছোঁয়ায়,
চোখের বাহিরে স্বপ্নেরা মোছে
ঝাপসা কালো ধোঁয়ায়।
রাঙা পায়ে হেঁটে দুঃস্বপ্নেরা
পাড়ি দেয় ভিনদেশে,
দেখা হবে জানি এই চেনা মুখে
নিঃশ্বাস অবশেষে।

Friday, November 26, 2021

শ্রাবণে রোদ

দিন চলে যায়
সোনালি শীতের বিকেল অল্প আলো,
কখনও কলম ছোঁয়া হাত,
আলগা পায়ে দূরেই থাক সে ভালো।

আনাগোনা করে সব
বৃষ্টি আসে আকাশ মেঘে কালো,
ছুঁতে চেয়ে রাত মেলেনি অবাধ,
দূরের পাহাড়ে থাকুক সে রাত ভালো।

Monday, November 15, 2021

কুয়াশা যখন

হারিয়েছি অনেক কিছুই
বলিনি কোনো গল্পে
ব্যথা রাখে হাত বুকের উপর,
ভেজেনি মন অল্পে।

কুয়াশা যখন গ্রাস করে নেয়
অদূরে প্রেমের স্মৃতি,
কথা দিয়ে কেউ কথা রাখেনি
সম্মুখে থাকে ভীতি।

Tuesday, June 15, 2021

আমি না থাকলে - গান

আমি না থাকলে তোমার জীবন চলবে ততখানি,
আগেও যেমন চলত যখন শুধুই ছিলাম আমি।
তুমি না থাকলে বন্ধু আমি সত্যিই অসহায়,
কার কানে বলো তুলবো নালিশ প্রতিদিন সন্ধায়?
সারাদিন ধরে ক্লান্তি মুছে
কার কাছে বলো যাবো,
ঠোঁটের ছোঁয়ায় আদুরে ছায়ায় কার বুকে হাতরাবো?

সময় আমার হারিয়ে গেছে প্রতিদিন অভ্যাসে,
কাজের ফাঁকে তোমায় খুঁজি ভালোবাসা আজ হাসে।
কথায় কথায় জমেছে আগুন
উঠেছে চিৎকার,
তোমার আমার ভালোবাসা ছিলো, হয়েছে ধিক্কার।
কথা দিয়ে যারা কথা রাখলো না তাদেরও তো ভালোবাসি,
সম্পর্কের শেষ হয়ে যায় চোখে জমে জলরাশি।

আমিও আবার বিদ্ধ হবো ফাগুনের সন্ধ্যায়,
আমাকে সেদিন সাজিও বন্ধু রজনীর গন্ধায়।
সন্ধ্যা নামার আগেই বন্ধু আমি হবো নিরাকার,
স্রোতের জলে ছাই ভেসে যাবে ভুলে যাবে আমি কার।
সেদিন না হয় আমার ছবিতে চন্দন ফোঁটা এঁকো,
আমাকে কিন্তু ভুলে যেও রাতে, সবাইকে ভালো রেখো।

Monday, June 14, 2021

সবই তো মৃত প্রায়

সবই তো মৃত প্রায়,
এখনও অসহায়
আমিও খুঁজি মন
রাত জেগে কার ফোন,
আসেনা...
কাকে খুঁজেছি আমিও জানি না
তোমাকে বলিনি স্বপনে ভাবিনি
বিরহে ব্যথা জমে যায়...
সবই তো মৃত প্রায়।।

Sunday, May 30, 2021

নাবিকের ছায়া

সীমারেখা পেরিয়ে আমি ছুটে চলেছি
এক মায়াবী স্বপ্নের খোঁজে,
মাঝরাতে ক্লান্ত ভেজা দুই চোখ,
জানিনা হারিয়েছি কিনা সেই প্রাচীন ঠিকানা,
হয়তো এখনও ছুটে যেতে হবে
মরু ধুলো উরিয়ে সূর্যাস্তের শেষ বিকেলে,
পৌঁছাবো একদিন জানি সব শেষে ভেসে ওঠা নাবিকের মতো,
খেলে বেড়াবে সমস্ত স্মৃতি ছায়া হয়ে চারিপাশে,
আমি একা নাবিকের ছায়া, সারি দিয়ে শত বন্দর হাসে।

Saturday, May 1, 2021

আমার শেষ

এক বসন্তের বিকেলে
লেখা ছিল আমার শেষ,
সব পাল্টে গিয়েছিল,
আমি একা অবশেষ
হয়ে ঘুরে বেড়িয়েছি সে বিকেল।
সন্ধ্যা হাওয়া বয়ে গেলো চেনা স্পর্শে
ঢেউ খেলিয়ে মাথার চুল,
জানি আজ রাতে কোনো চুম্বন নেই
আমার অস্তিত্বই আমার ভুল।

Sunday, April 18, 2021

বেলা যে যায়

বেলা যে যায়,
আঁধার ঘনায়
তবু তুমিও ডাকোনি আমায়,
কেন একা ফেলে
কোন দূর প্রবাসে
বসে গুনছো প্রহর অপেক্ষায়।

কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...

আজ গভীর রাতে
বলো কার হাতে
মুছবে ভেজা গাল তোমার,
জানি প্রশ্ন অনেক
জমে বৈশাখী মেঘ
তবুও খোঁজ নাওনি আমার।

কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...

Monday, April 12, 2021

সত্যি কথা

ঠিকানা পেড়িয়ে একদিন
সব সয়ে যাবে,
কাঁদবো না আর কোনও কিছুতেই,
অপেক্ষারা শুধু দিন ফুরনো আলো গুনে যাবে
আসবো না আর তোমার উঠোনেই।
যেদিকে চলতে চলতে পথ, মুছে যাবে পায়ের ছাপ
সেখানে গল্প হবো আমি, শীতল মন, নেই উত্তাপ।
বেড়ে যাবে আমার বয়স, চারিদিকে ছড়ানো পাতা,
ঝড়ে পড়ে যাবো কোনও এক দিঘীর গায়ে,
গল্প নয় আজ, এটাই তো সত্যি কথা।

Monday, March 15, 2021

তুমি আমার রাধা - গান

তোমার প্রেমে কৃষ্ণ আমি
তুমি আমার রাধা,
তোমায় পাওয়ার স্বপন ঘিরে
অনেক জটিল ধাঁধাঁ।

রাধা তোমায় ঘিরে তোমার পাশে আছে অনেক স্মৃতি
হারাবো জেনেও খুঁজছি তোমায়, এটাই প্রেমের রীতি
তুমি হবে বলো শুধু আমার, আর তো নয় কারোর,
আমিও রাতের তারায় মিশে, গুনবে সে প্রহর।

শোনো তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমিই আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
প্রশ্নে অনেক ধাঁধাঁ।

রাধা তুমি আছো সাথেই আমার, আছো অনুভবে,
তারায় তারায় শব্দ ওঠে তুমিই আমার হবে।
তবুও জানি বিধির বিধান, মানবে না সে কারণ
তোমার প্রেমে পাগল হয়েও ভালোবাসা বারণ।

রাধা তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমি আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
এ মায়ায় জগত বাঁধা।।

Saturday, January 9, 2021

নালিশ

বসে আছি নিঃশব্দে নির্জন একা প্রান্তে
হাওয়ার স্রোতে একা বহমান কিছু শব্দ,
সবাই ফিরে যায় অবহেলা আর ফোলা ঠোঁটে
নালিশ জমে যায়, সময় ভীষণ স্তব্ধ!

ফিরে এসো প্রিয়তমা

ফিরে এসো প্রিয়তমা
চেনা কাঁধে মাথা রেখে
দুবেলা আমাকে ডেকে...
কোথায় আছো না জানি কার স্বভাবে
তোমার আধাঁরে কাটছে দিন,
ফিরে এসো প্রিয়তমা...