Wednesday, November 30, 2016

ঘুম বালিশ

বালিশের নীচে ঘুম জমে রাতে,
নৈশ্যতা ভাঙে অভিমান,
আধখোলা চোখে সেলফোন হাতে,
বিশ্বাসে বাড়ে ব্যবধান।

Monday, November 28, 2016

অভিমানী আলো

শুনলাম মাঝরাতে কিছু ভোরের আলো এসে দরজার কড়া নেড়ে চলে গেছে, সময় ওদের বাধা দিয়েছিলো। নাইট ল্যাম্পের উষ্ণতায় আমি চাদর জড়িয়ে ঘুমোতে ভালোবাসি। আলোগুলো অভিমান করে মিশে গেছে দিনের গভীরে।

Sunday, November 27, 2016

ঘুমের দেশ

তোর আঙুলে জড়িয়ে নিস আমায়,
ভেসে যাবো তোর স্বপ্নের প্রান্তরে,
ভালোবাসা লেগে থাক তোর জামায়,
থেকে যাবো তোর মনের অন্তরে।

Saturday, November 26, 2016

শহুরে প্রেম

এই শীতের কুয়াশা মাখা শহরটাতে প্রেম এখনও জীবন্ত,
বাতাসে কান পাতলে ভেসে আসে ভালোবাসার সুর,
মাথায় শূন্য আকাশ আর অভিমানী তারাদের কিছু মন্ত্র,
পাহাড়ের কোল বেয়ে প্রেম গড়িয়ে যায় অনেক দূর।

Monday, November 21, 2016

ছোট্ট প্রেম

রোদের প্রহর, ক্লান্ত নোঙর, ভিড় চোখে ভালো বাসছে,
চাঁদের আলোয়, শহর ঘুমোয়, শীতঘুমে প্রেম ডাকছে।

Nostalgia

You were not there for loving me,
but I was still there after knowing everything.
When the first time I heard about you,
it was painful to accept, but I had to.
The moments were frozen
and the love ruined in my heart.
Finally at a morning,
the blossom of love blasted out
with the sense of autumn
and the limitations gone by.
Now the memories are
floating on the screen
and nailing on my heart
with it's sharpen edges whether
the pixels're going to be blurred.


[Ignore the rhythm, everything is a poem with having the feelings.]

Sunday, November 20, 2016

প্রয়োজন

সবার চোখের ঘৃণায় ভাসলি,
আমার ভিতরে আদর মাখলি,
কল্পনাতে নালিশ করলি,
প্রয়োজন শেষ তাই পর ভাবলি?

Saturday, November 19, 2016

ব্যস্ততা

আবেগ মাখানো এক বিকেলের প্রান্তরে,
ফিরে গেছি আমি তোমার শব্দে স্নান করে,
আমার ভালোবাসা চাইনা, ওটা ফিরিয়ে নিও,
সম্ভব হলে একটা কবিতা উপহার দিও।

Friday, November 11, 2016

ভালোবাসা

ভালোবাসা মানে শীতকাল,
ভালোবাসা মানে নাম,
চিঠিরাও নেয় বিশ্রাম,
ভুলে যাই তোর নাম।

ভালোবাসা বাকি যতদূর যাবি
ভুলে যাবি অভিমান,
তারাদের আলো ছুঁয়ে দেখি ভালো
খুঁজে দেখি লেলিহান।

ঘুরে দেখি আমি বারবার,
হয়ে যাই আমি তার,
মিটে যায় সব আবদার,
লেগে থাকে নামে ধার।

আলো মাখামাখি আধঘুমে ছবি
ভিড়ে ঢেকে রাখি খাম,
গোলাপের কাঁটা হাতে লাল ব্যথা
সুরে বেঁধে রাখি গান।

Saturday, November 5, 2016

ফেরার পথে

অল্প আলোয় তোর গলিতেই লুকিয়ে আছি মুখ,
ফেরার পথে খুঁজছি আমি তোর হাসিতেই সুখ।
দিনের শেষে প্রাক্তন পথে তোর সামনে আসা,
শহরতলীর হারানো প্রেমে ক্লান্ত ভালোবাসা।

Friday, November 4, 2016

জমানো মেসেজ

হঠাৎ চোখে পড়ে যায়
আমাদের পুরনো কথোপকথন,
উষ্ণ প্রেমের মেজাজে
সমস্ত ভুল ভেঙে চুরমার হয়ে যায়।
ডিলিট করার অপশনটা অ্যাপেন্ডিক্সের মতো
পড়ে থাকে কথার গভীরতা ছাড়িয়ে।
আমাদের ভুলে ভর্তি অভিমান
সমুদ্রের ঢেউয়ে চড়ে ঘুরে যায় অতীতের দিনে,
যে স্মৃতি এখনও চোখে জল আনে দিনের ব্যস্ততায়।
আমি চাইলেই তো পারতাম
সেগুলো মুছে ফেলতে, তবু চেষ্টা করিনা কারণ 
কাজের ফাঁকে প্রেমের গন্ধ নিয়ে মাতাল হবো বলে।

কিছুটা গোপনীয়তা

তোর মেসেজের উষ্ণ প্রেমে ভাঙছে আমার ভুল,
ডিলিট করার অপশনটা কাড়ছে রাতের ঘুম।

যেগুলো মিথ্যা

শব্দের শেষে শীতের মোড়কে লুকিয়ে বিকেলের পরিচয়,
মুখের হাসিটা আসলে আমার একটা সাজানো অভিনয়।

Thursday, November 3, 2016

কবি

লেখক হতে ভাব লাগে না, লাগে না কোনো বর্ষা,
আমার মতে খাঁটি কিছু বাংলা শব্দই ভরসা।

সন্ধান

হালকা আদর, ঘুমের চাদর
স্বপ্নে ভাসো তুমিও,
ভিড়ের মাঝে, সুখের খোঁজে
বদলে গেছি আমিও।