Saturday, November 19, 2016

ব্যস্ততা

আবেগ মাখানো এক বিকেলের প্রান্তরে,
ফিরে গেছি আমি তোমার শব্দে স্নান করে,
আমার ভালোবাসা চাইনা, ওটা ফিরিয়ে নিও,
সম্ভব হলে একটা কবিতা উপহার দিও।

No comments:

Post a Comment