Saturday, November 26, 2016

শহুরে প্রেম

এই শীতের কুয়াশা মাখা শহরটাতে প্রেম এখনও জীবন্ত,
বাতাসে কান পাতলে ভেসে আসে ভালোবাসার সুর,
মাথায় শূন্য আকাশ আর অভিমানী তারাদের কিছু মন্ত্র,
পাহাড়ের কোল বেয়ে প্রেম গড়িয়ে যায় অনেক দূর।

No comments:

Post a Comment