Saturday, November 5, 2016

ফেরার পথে

অল্প আলোয় তোর গলিতেই লুকিয়ে আছি মুখ,
ফেরার পথে খুঁজছি আমি তোর হাসিতেই সুখ।
দিনের শেষে প্রাক্তন পথে তোর সামনে আসা,
শহরতলীর হারানো প্রেমে ক্লান্ত ভালোবাসা।

No comments:

Post a Comment