Friday, November 11, 2016

ভালোবাসা

ভালোবাসা মানে শীতকাল,
ভালোবাসা মানে নাম,
চিঠিরাও নেয় বিশ্রাম,
ভুলে যাই তোর নাম।

ভালোবাসা বাকি যতদূর যাবি
ভুলে যাবি অভিমান,
তারাদের আলো ছুঁয়ে দেখি ভালো
খুঁজে দেখি লেলিহান।

ঘুরে দেখি আমি বারবার,
হয়ে যাই আমি তার,
মিটে যায় সব আবদার,
লেগে থাকে নামে ধার।

আলো মাখামাখি আধঘুমে ছবি
ভিড়ে ঢেকে রাখি খাম,
গোলাপের কাঁটা হাতে লাল ব্যথা
সুরে বেঁধে রাখি গান।

No comments:

Post a Comment