Sunday, November 27, 2016

ঘুমের দেশ

তোর আঙুলে জড়িয়ে নিস আমায়,
ভেসে যাবো তোর স্বপ্নের প্রান্তরে,
ভালোবাসা লেগে থাক তোর জামায়,
থেকে যাবো তোর মনের অন্তরে।

No comments:

Post a Comment