Friday, November 4, 2016

জমানো মেসেজ

হঠাৎ চোখে পড়ে যায়
আমাদের পুরনো কথোপকথন,
উষ্ণ প্রেমের মেজাজে
সমস্ত ভুল ভেঙে চুরমার হয়ে যায়।
ডিলিট করার অপশনটা অ্যাপেন্ডিক্সের মতো
পড়ে থাকে কথার গভীরতা ছাড়িয়ে।
আমাদের ভুলে ভর্তি অভিমান
সমুদ্রের ঢেউয়ে চড়ে ঘুরে যায় অতীতের দিনে,
যে স্মৃতি এখনও চোখে জল আনে দিনের ব্যস্ততায়।
আমি চাইলেই তো পারতাম
সেগুলো মুছে ফেলতে, তবু চেষ্টা করিনা কারণ 
কাজের ফাঁকে প্রেমের গন্ধ নিয়ে মাতাল হবো বলে।

No comments:

Post a Comment