Monday, November 28, 2016

অভিমানী আলো

শুনলাম মাঝরাতে কিছু ভোরের আলো এসে দরজার কড়া নেড়ে চলে গেছে, সময় ওদের বাধা দিয়েছিলো। নাইট ল্যাম্পের উষ্ণতায় আমি চাদর জড়িয়ে ঘুমোতে ভালোবাসি। আলোগুলো অভিমান করে মিশে গেছে দিনের গভীরে।

No comments:

Post a Comment