Wednesday, November 29, 2017

জীবন্ত ক্ষত

শীতের আলোয় রোদ কম থাকে
পোশাকে লুকিয়ে ক্ষত,
বয়সের ওজনে কিছু স্মৃতি মরে
বেঁচে ওঠে আরও একশত।

Tuesday, November 28, 2017

জীবন সৈনিক

জীবনের সাথে যুদ্ধ করো,
তবেই তো জীবন দামী,
জীবন যদি সহজই হতো,
কেউই হতো না নামী।
এই যুদ্ধের সৈন্য তুমি,
তোমার বিপরীতে মৃত্যু,
বাঁচার জন্য লড়াই করো,
জীবনকে করো না শত্রু।
ময়দানে তুমি একা নেই আর,
লক্ষ সৈনিক পাশে,
মাঠ ছেড়ে তুমি পালিয়ে যেও না,
মৃত্যু যেন না হাসে।
হারতে হারতেই জিততে শিখবে,
এখন তো হারার বয়স,
শেষ হাসিটা তুমিই হাসবে,
বাকিটুকু তোমার চয়েস।

Monday, November 27, 2017

অন্য সুখ

অমলিন বেঁচে থাকুক তোমার মুখের হাসি,
আমি তো আজ অন্য কাউকে ভালোবাসি।

Sunday, November 26, 2017

কবিতাপ্রেমের মহামারি

নিয়ন আলোর নীচে ভীষণ শীত,
শহরে কবিতাপ্রেমের মহামারি লেগেছে,
আমি তোমায় নিয়ে কিছু লিখতে পারি না,
যতবার লিখবো ভাবি,
কিছু অনুভূতি এসে জমে চোখের নীচে,
এই ঠাণ্ডায় ওরা ভিজতে চায় নীলে,
আজ রাত্রেও কিছু অনুভূতি ভিড় করবে জানি,
স্মৃতি জড়ানো অক্ষরে আবার লিখে দেবো আমার দেওয়ালে,
আমি ঠাণ্ডায় ভয় পাই,
আমি অন্য একদিন ভিজতে চাই।

Friday, November 24, 2017

অস্তিত্ব

আমি থেকে যাবো,
তোমার কপালের ভাঁজে,
অথবা যেখানে স্বপ্নেরা বাঁচে।

Saturday, November 18, 2017

জীবিত অধ্যায়

একটা সময়ে আমরা...
না! থাক্‌ আজকে সেসব কথা,
প্রতিদিন ভোরে রোদ আসে,
কুয়াশারা লেগে থাকে আমার জানলায়,
ঘোলাটে চোখ আর ঝাপসা কাঁচ,
আমাদের চলাফেরা ফোকাল লেন্থেই সীমিত,
আর আমরা... না, থাক্‌ আজকে সেসব কথা!
ভোরের প্রথম আলোয় প্রতিটি রাতই জীবিত।

Friday, November 17, 2017

অর্থহীন শব্দ

আজ কোনও কবিতা নয়
সাজাবো শুধুই শব্দ,
ছন্দ মেলাতে অর্থহীনতায়
কবিরা ভীষণ জব্দ।

Thursday, November 16, 2017

পদচিহ্ন

তোমার বুকে ক্লান্ত মাথায়
কেটে গেছে কত রাত,
আমার স্বপ্নে এখনও তাজা
তোমার পায়ের ছাপ।

Tuesday, November 14, 2017

টাইম অ্যাক্সিস

যে মুহূর্তরা চলে গেছে আমার
বন্দী করতে পারোনি তোমার অন্তরে,
এক্ষুনি ফিরে যাও শত আলোকবর্ষ দূরে
আমি ফিরে আসছি আরও একশো বছর পরে।
এখন, এই মুহূর্তে আমি সায়ন্তন,
তোমার সময় অ্যাক্সিসে ব্রম্ভান্ডের ধূলিকণা,
নতুন ঠিকানায় তুমি অপেক্ষা করো,
আমার উপস্থিতির সময়ে ফিরে তাকিয়ো না।

Friday, November 10, 2017

আগামীর রাজা

সময়ের সাথে অতীত হয়েছি
ছুঁড়ে ফেলো এক কোণে,
তোমার রাজ্যে যুদ্ধ চলছে
আগামীকে দেখবে বলে।

Thursday, November 9, 2017

কফিনবন্দী প্রেম

ব্যথা জমেছিল বুকের ভিতর
কফিনবন্দী সুখ,
আবেগের স্রোতে ভাঁটা পড়ে যায়
বিরহের ফেসবুক।
আমি জানি তবু প্রেম বেঁচে আছে
গিফট্‌ র‍্যাপারে ধৃত,
আমার শহরে কাঁচা প্রেম হাতে

[ আমার শহরে সাদা ফুলে ঢাকা ]
ভালোবাসাগুলো মৃত।

Monday, November 6, 2017

নক্ষত্রের মিলন

দুটি তারা বসে ছিল ছায়াপথে
একটু গল্প করতে চাইতো কিন্তু দূরত্বে সচেতন,
আলোর ভাষা জানে নক্ষত্র
আগুনের উষ্ণতায় ওদের প্রেম নিবেদন।
বড়োই অস্থির ছিল ওদের গ্রাভিটি
এ আকর্ষণ হৃদয়ের নয়, নিশ্চিত মিলিত হওয়ার,
গত পূর্ণিমার রাতে হঠাৎ-ই এক বিস্ফোরণ,
সময় কি এখনও হয়নি ওদের খবর নেওয়ার?

Thursday, November 2, 2017

বিষধর

বন্দী তারের শেষ সীমানায় মুক্তির আলো জ্বলে,
কাঁটার দেওয়াল ভাঙবে এমন মানুষ গেছে চলে।
নীলের নেশায় মানুষগুলোই বিষধর হলো নাকি?
বৃদ্ধ শহরে আলোর ছটা ছড়িয়ে দিক রাত পাখি।