একটা সময়ে আমরা...
না! থাক্ আজকে সেসব কথা,
প্রতিদিন ভোরে রোদ আসে,
কুয়াশারা লেগে থাকে আমার জানলায়,
ঘোলাটে চোখ আর ঝাপসা কাঁচ,
আমাদের চলাফেরা ফোকাল লেন্থেই সীমিত,
আর আমরা... না, থাক্ আজকে সেসব কথা!
ভোরের প্রথম আলোয় প্রতিটি রাতই জীবিত।
না! থাক্ আজকে সেসব কথা,
প্রতিদিন ভোরে রোদ আসে,
কুয়াশারা লেগে থাকে আমার জানলায়,
ঘোলাটে চোখ আর ঝাপসা কাঁচ,
আমাদের চলাফেরা ফোকাল লেন্থেই সীমিত,
আর আমরা... না, থাক্ আজকে সেসব কথা!
ভোরের প্রথম আলোয় প্রতিটি রাতই জীবিত।
No comments:
Post a Comment