যে মুহূর্তরা চলে গেছে আমার
বন্দী করতে পারোনি তোমার অন্তরে,
এক্ষুনি ফিরে যাও শত আলোকবর্ষ দূরে
আমি ফিরে আসছি আরও একশো বছর পরে।
এখন, এই মুহূর্তে আমি সায়ন্তন,
তোমার সময় অ্যাক্সিসে ব্রম্ভান্ডের ধূলিকণা,
নতুন ঠিকানায় তুমি অপেক্ষা করো,
আমার উপস্থিতির সময়ে ফিরে তাকিয়ো না।
বন্দী করতে পারোনি তোমার অন্তরে,
এক্ষুনি ফিরে যাও শত আলোকবর্ষ দূরে
আমি ফিরে আসছি আরও একশো বছর পরে।
এখন, এই মুহূর্তে আমি সায়ন্তন,
তোমার সময় অ্যাক্সিসে ব্রম্ভান্ডের ধূলিকণা,
নতুন ঠিকানায় তুমি অপেক্ষা করো,
আমার উপস্থিতির সময়ে ফিরে তাকিয়ো না।
No comments:
Post a Comment