দুটি তারা বসে ছিল ছায়াপথে
একটু গল্প করতে চাইতো কিন্তু দূরত্বে সচেতন,
আলোর ভাষা জানে নক্ষত্র
আগুনের উষ্ণতায় ওদের প্রেম নিবেদন।
বড়োই অস্থির ছিল ওদের গ্রাভিটি
এ আকর্ষণ হৃদয়ের নয়, নিশ্চিত মিলিত হওয়ার,
গত পূর্ণিমার রাতে হঠাৎ-ই এক বিস্ফোরণ,
সময় কি এখনও হয়নি ওদের খবর নেওয়ার?
একটু গল্প করতে চাইতো কিন্তু দূরত্বে সচেতন,
আলোর ভাষা জানে নক্ষত্র
আগুনের উষ্ণতায় ওদের প্রেম নিবেদন।
বড়োই অস্থির ছিল ওদের গ্রাভিটি
এ আকর্ষণ হৃদয়ের নয়, নিশ্চিত মিলিত হওয়ার,
গত পূর্ণিমার রাতে হঠাৎ-ই এক বিস্ফোরণ,
সময় কি এখনও হয়নি ওদের খবর নেওয়ার?
No comments:
Post a Comment