Monday, November 6, 2017

নক্ষত্রের মিলন

দুটি তারা বসে ছিল ছায়াপথে
একটু গল্প করতে চাইতো কিন্তু দূরত্বে সচেতন,
আলোর ভাষা জানে নক্ষত্র
আগুনের উষ্ণতায় ওদের প্রেম নিবেদন।
বড়োই অস্থির ছিল ওদের গ্রাভিটি
এ আকর্ষণ হৃদয়ের নয়, নিশ্চিত মিলিত হওয়ার,
গত পূর্ণিমার রাতে হঠাৎ-ই এক বিস্ফোরণ,
সময় কি এখনও হয়নি ওদের খবর নেওয়ার?

No comments:

Post a Comment