Thursday, November 9, 2017

কফিনবন্দী প্রেম

ব্যথা জমেছিল বুকের ভিতর
কফিনবন্দী সুখ,
আবেগের স্রোতে ভাঁটা পড়ে যায়
বিরহের ফেসবুক।
আমি জানি তবু প্রেম বেঁচে আছে
গিফট্‌ র‍্যাপারে ধৃত,
আমার শহরে কাঁচা প্রেম হাতে

[ আমার শহরে সাদা ফুলে ঢাকা ]
ভালোবাসাগুলো মৃত।

No comments:

Post a Comment