Thursday, November 2, 2017

বিষধর

বন্দী তারের শেষ সীমানায় মুক্তির আলো জ্বলে,
কাঁটার দেওয়াল ভাঙবে এমন মানুষ গেছে চলে।
নীলের নেশায় মানুষগুলোই বিষধর হলো নাকি?
বৃদ্ধ শহরে আলোর ছটা ছড়িয়ে দিক রাত পাখি।

No comments:

Post a Comment