নিয়ন আলোর নীচে ভীষণ শীত,
শহরে কবিতাপ্রেমের মহামারি লেগেছে,
আমি তোমায় নিয়ে কিছু লিখতে পারি না,
যতবার লিখবো ভাবি,
কিছু অনুভূতি এসে জমে চোখের নীচে,
এই ঠাণ্ডায় ওরা ভিজতে চায় নীলে,
আজ রাত্রেও কিছু অনুভূতি ভিড় করবে জানি,
স্মৃতি জড়ানো অক্ষরে আবার লিখে দেবো আমার দেওয়ালে,
আমি ঠাণ্ডায় ভয় পাই,
আমি অন্য একদিন ভিজতে চাই।
শহরে কবিতাপ্রেমের মহামারি লেগেছে,
আমি তোমায় নিয়ে কিছু লিখতে পারি না,
যতবার লিখবো ভাবি,
কিছু অনুভূতি এসে জমে চোখের নীচে,
এই ঠাণ্ডায় ওরা ভিজতে চায় নীলে,
আজ রাত্রেও কিছু অনুভূতি ভিড় করবে জানি,
স্মৃতি জড়ানো অক্ষরে আবার লিখে দেবো আমার দেওয়ালে,
আমি ঠাণ্ডায় ভয় পাই,
আমি অন্য একদিন ভিজতে চাই।
No comments:
Post a Comment