জীবনের সাথে যুদ্ধ করো,
তবেই তো জীবন দামী,
জীবন যদি সহজই হতো,
কেউই হতো না নামী।
এই যুদ্ধের সৈন্য তুমি,
তোমার বিপরীতে মৃত্যু,
বাঁচার জন্য লড়াই করো,
জীবনকে করো না শত্রু।
ময়দানে তুমি একা নেই আর,
লক্ষ সৈনিক পাশে,
মাঠ ছেড়ে তুমি পালিয়ে যেও না,
মৃত্যু যেন না হাসে।
হারতে হারতেই জিততে শিখবে,
এখন তো হারার বয়স,
শেষ হাসিটা তুমিই হাসবে,
বাকিটুকু তোমার চয়েস।
No comments:
Post a Comment