Friday, November 15, 2024

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
আমাদের স্বপ্নভাঙা ঘর,
তোমার আজ ভরা সংসার।

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
আমাদের আধখানা ইতিহাস,
তোমার প্রিয় কবিতার লাশ।

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
কোনও অন্য জন্মে তোমার পাশে গিয়ে,
কোনও অন্য গল্পের উপসংহার ছিঁড়ে,
আমি থাকবো তোমায় মলাট হয়ে ঘিরে।

Tuesday, November 5, 2024

অস্পষ্ট সময়

তোমাকে ভিজতে দেখে
ভেজা হলো না আমার,
তোমার ঠিকানায় সে গান
লেখা হল না আমার।

মাপতে মাপতে সময়,
ফুরিয়ে যাচ্ছি আমি রোজ,
হঠাৎ কখনও মনে পড়লে
বরং তুমি নিও আমার খোঁজ।

তবে থাক বাকি সে গানের কথা,
থাক বাকি সে সুর,
তোমার কথায় অল্প ভিজে
হেঁটে গেছি আমি বহুদূর।

ফিরবো বলে তো আসিনি এ পথে
বরং এগিয়ে যেতেই ছেড়েছি আমি ঘর,
এই পথ পাড়ে থেকে যাবো আমি
আরও লক্ষ কোটি বছর।

Monday, November 4, 2024

পাছে কেউ কিছু বলে

 পিছনে লোকে কিছু বলবে ভেবে যারা এগোতে সাহস করে না, তারা আসলে আর কোনওদিনই এগোতে পারে না।

Friday, October 18, 2024

সময়ের জালে বন্দী

ধরো আজ থেকে একশো বছর পর,
তুমি, আমি, আমরা কেউ নেই এখানে,
পড়ে আছে এক নিস্তব্ধ পাহাড়
আর সাদা মেঘে ঢাকা কিছু মুহূর্ত।
যেখানে তুমি গিয়ে বসেছিলে,
অন্য কেউ এসে বসবে।
যে আকাশে তুমি তারা গুনছো,
অন্য কেউ এসে গুনবে। আবার প্রথম থেকে।
যে মাঠে তুমি হাঁটছো শিশির ভেজা পায়ে
সেখানে হয়তো বিশাল কংক্রিট থাবা বসাবে।
তবুও তোমাকে হেঁটে যেতে হবে,
তবুও তোমাকে মেনে নিতে হবে,
এটাই তো সময়ের খেলা,
আর আমরা সবাই এই সময়ের জালে বন্দী।
ঝেড়ে ফেলো তোমার রাগ, দুঃখ, অভিমান,
পাহাড়ও তো ঝেড়ে ফেলে মেঘেদের গায়ে,
এখান থেকেই তো ফিরে আসা,
এখান থেকেই ফোটে নতুন আলো।
বয়ে যাক এ জীবন নদীর স্রোত বেয়ে,
যদি পারো, আরও কিছু মুহূর্ত ধরে আনো।

Thursday, September 26, 2024

এক আকাশের রাত (24/09/2024 - 1:17 AM)

শূন্যে আমার আঁধার ভেসে যায়
ঘরবাড়ি ঘেরা এই পাহাড় মেঘে,
স্মৃতিতে তুমি জেগে আছো আজও
ফেলে আসা এক অস্থির আবেগে।

তোমার কথা মনে পড়ে আজও
সেই আমাদের এক আকাশের রাত,
শীতের ঘড়ি থমকে যায় হঠাৎ
তোমার পাশে আমার আঙ্গুল ছোঁয়া হাত।

কতো বছর জানো দেখিনি তোমায়
তারা খসে পড়ে স্বপ্নে তোমার আমার,
চাইতে গিয়েও ভুল করে ফেলি
তোমার তো এখন আলাদা সংসার।

কিছু কবিতা জমে থাক তবে
আমাদের সেই ধ্বংসস্তুপের প্রেমে,
আজ মনকেমনে ভিজে থাকি আমি
কতো বছরের ভুল থেকে আসি নেমে।

Tuesday, July 2, 2024

ফেসবুকে আলাপ - গান

হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।
হয়তো ভেজা দিন
রামধনু রঙিন,
রোদ ছড়িয়ে একটু হাসি থাক।
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।

সেই যে প্রথম দেখায়
সেলফি নেওয়া মন,
সেই আলোতে ভিজে
গেছি যে কখন,
কীভাবে সে প্রেমে পরে
আমি কুপোকাত!
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত!

সেই যে আমি কথা
দিয়েছি কবে,
সেই কথা কি রাখা
আদৌ হবে?
কীভাবে সে কথা ভেবে
আমি কুপোকাত!
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।
হয়তো ভেজা দিন
রামধনু রঙিন,
রোদ ছড়িয়ে একটু হাসি থাক।

Friday, June 21, 2024

আদিম ধুলো

বদলে যাওয়া আদিম ধুলো
রোদ পাহারায় কে খোঁজ রাখে,
মন কেমনের বরফ গলে
অপেক্ষারা গল্প আঁকে।
এই আকাশে মিলিয়ে যাওয়ার
ইচ্ছেরা খুব বদমেজাজি,
মুক্তি ভেজা মেঘের ডানায়
হারিয়ে যেতে আমিও রাজি।

Tuesday, June 18, 2024

এই শহরের উল্কা ধুলো

তোমার সাথে বুনবো জেগে রাত পাহাড়ের গল্পগুলো,
মেঘের মায়ায় পড়বে খসে এই শহরের উল্কা ধুলো।

Monday, January 8, 2024

যে গল্পে তুমি - গান

যে গল্পে তুমি অভিনয় করেছিলে
যে আকাশের গায়ে নাম লিখেছিলে
সেখানে কেউ যায় না আর ফিরে,
সেখানে কেউ যায় না আর ফিরে,
নীল পাখি ফেরে রঙ মিছিলে...

যেখানে কেউ ডুবে গিয়েছিলো
যেখানে কেউ হেরে গিয়েছিলো
সেখানে কেউ জ্বালে না আর আলো,
সেখানে কেউ জ্বালে না আর আলো,
ঘন মেঘ ঢাকে আকাশ জমকালো...

(Not the full version)