Monday, March 19, 2018

সূর্যাস্তের রঙ

খোলা আকাশের নীচে ডানা ঝাপটে পড়ে আছি। পালকে কাঁচা লাল আর ভাঙা বাক্য। এখনও ভাবছি উড়োজাহাজের কাঁধে চড়ে ব্যস্ততা ফিরবে সঙ্গে আমার ঠিকানা। ওই তো সূর্যাস্তের রঙে মিশে যাচ্ছে আমার ডানা মেলার ইচ্ছেগুলো।

No comments:

Post a Comment