Saturday, March 31, 2018

আবার ছাঁটাই

অন্ধ প্রেমিক হেঁটে যায়
কিছুটা অবাধ্যতায়,
যদি কোনোদিন নেমে আসে
চিঠির পাতায়...
এখনও ভাবনা ভেবে যাই
শহরে রাত কাটাই,
কিছুদিন বাকি আর
আবার ছাঁটাই...
এভাবেই চলে যায় যত স্মৃতি মোছা দিন
শহরে প্রেমের খনি, তুমিও স্বাধীন,
বৃষ্টি নামতে পারে যেকোনো আকাশে,
আবার নতুন কিছু, বাকিটা ফ্যাকাসে।

No comments:

Post a Comment