Thursday, March 29, 2018

শর্টকার্ট

এখনও তুমি এই কলম ছুঁয়ে
আটকে আছো আমার ব্রেনে,
নাম না করেই বলছি তোমায়,
"J'aime ma tension artérielle"
ভাবছো কিসব আবোলতাবোল
লিখেই চলেছি দেওয়াল জুড়ে,
অচেনা ভাষায় নামটা তোমার
লুকিয়ে রেখেছি কবিতা খুঁড়ে।

No comments:

Post a Comment