Friday, March 30, 2018

সত্যি-মিথ্যা

যেই ডাকনামে ভাবি তোমায় এখনও কতদূর,
সেই পথ ধরে নিয়মমাফিক আসেনা সমুদ্দুর,
যেই রাতে পাখিরা ঘুমোয় রূপকথার ঘন নীলে,
সেখানেও পূর্ণিমা দেখি নির্জনে দুজনে মিলে।
এটাই বাস্তব, এটাই সত্যি, আসলে মিথ্যে কথা,
হাজার তারাও দিনের আলোয় জ্বলছে অযথা।
এভাবেই আমি রক্তচাপের হিসেব মেপে চলি,
অপেক্ষাতেও আয়না ছুঁয়ে অনেক কিছু বলি।

No comments:

Post a Comment