Tuesday, March 27, 2018

ধূসরে রঙিন

যদি ধরা দাও ধূসরের গায়ে স্মৃতি লেগে আছে কত,
সেখানে তোমার মনের ছোঁয়ায় মুছে যাবে সব ক্ষত,
আমি বসে থাকি জলরাশি কেঁপে এখনও বুকে ব্যথা,
তোমাকে ভেবেই শিকড় ছড়ায় আমার সমস্ত কথা।
একদিন এসো কল্পনা বুকে মুছে দিয়ে স্মৃতির কবর,
তোমায় নিয়েই বাঁচতে চাইছে জীবন্ত আরেক শহর,
কখনও কি তুমি স্বপ্ন দেখো আকাশের পানে চেয়ে?
তোমার কাছেই ফিরতে চাইছি সমগ্র ছায়াপথ বেয়ে।

No comments:

Post a Comment