আমার সমস্ত বেঁচে থাকা একটি খাতায় লেখা,
পাতার শেষে হঠাৎ তোমার দেওয়া চিঠির খাম,
পরের পাতা ওলটাই, কিন্তু তুমি কোথায়?
তোমার জায়গায় কোনও এক অচেনা নাম,
তুমি তো প্রতিদিন সাজিয়ে মিথ্যে বলতে,
আর আমিই কি একা সাজিয়ে ভালবাসতাম?
গল্প খোঁজো, শব্দ খোঁজো, সবটাই ফেলে দাও,
যেটুকু তোমার ভাগ্যে লেখা সেটাই মেনে নাও।
No comments:
Post a Comment