তুমি কি চেয়েছ, আমি কি দিইনি,
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আকাশ
জ্যোৎস্না আলোয় মগ্ন।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।
Unedited Version :
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আকাশ
জ্যোৎস্না আলোয় মগ্ন।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।
Unedited Version :
তুমি কি চেয়েছ, আমি কি দিইনি,
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আঁকা
আরেকটা প্রেম ধন্য।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আঁকা
আরেকটা প্রেম ধন্য।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।
No comments:
Post a Comment