তোকে খুঁজিনি, হয়তো খুঁজতে চাইনি,
জামা ভিজে গেছে ব্যস্ততায়,
আমার কথায় একঘেয়ে বিরক্তিমুখ তাই
থাকতে চাই শুধু অপেক্ষায়।
ভালোলাগা চোখে ভালোবাসা মিশে
টিফিন টাইম এক কোণায়,
খুঁজে ফেলি তোকে, বলে ফেলি সব
একটা আবেগ যন্ত্রণায়।
কত রাত জেগে কত কথা তোকে
বলেছি ভেবে যতনে,
যেভাবে শামুক ধীর নিঃশ্বাসে
পথ হেঁটে চলে স্বপনে।
রক্তচাপ বাড়ে বিশাল সংখ্যায়
মনকে বোঝাই গোপনে,
ভালোবাসা কখনও ক্লান্ত হয়না
প্রেমের বৃক্ষ রোপণে।
জামা ভিজে গেছে ব্যস্ততায়,
আমার কথায় একঘেয়ে বিরক্তিমুখ তাই
থাকতে চাই শুধু অপেক্ষায়।
ভালোলাগা চোখে ভালোবাসা মিশে
টিফিন টাইম এক কোণায়,
খুঁজে ফেলি তোকে, বলে ফেলি সব
একটা আবেগ যন্ত্রণায়।
কত রাত জেগে কত কথা তোকে
বলেছি ভেবে যতনে,
যেভাবে শামুক ধীর নিঃশ্বাসে
পথ হেঁটে চলে স্বপনে।
রক্তচাপ বাড়ে বিশাল সংখ্যায়
মনকে বোঝাই গোপনে,
ভালোবাসা কখনও ক্লান্ত হয়না
প্রেমের বৃক্ষ রোপণে।
No comments:
Post a Comment