Friday, April 6, 2018

স্মৃতির অতীত

বছর ঘুরে বসন্ত আসে
অনেক কথাই চাপা পড়ে যায়,
নতুন সকাল আলোয় ভাসে
পুরনো স্মৃতি পিছু ফিরে চায়।
এখনও কি তুমি বিকেলগুলোয়
সৈন্য সাজাও নতুন রাজায়?
তোমার ভিতর মানুষগুলোকে
হৃদয়ে রেখো বাঁচার আশায়।

No comments:

Post a Comment