শিকল বিদ্ধ সময় কাঁটায়
ঘড়ির দুহাত অন্য পাতায়
লিখছে প্রেম আজ ব্যস্ত হাতে
ভাবছি তোকেই গভীর রাতে।
কথার ভাঁজে শব্দ বাড়ে
দু'চোখে তোর স্বপ্ন ঝরে
এইভাবে রোজ দেখছি তোকে
সুযোগ পেলেই আড়াল চোখে।
ঘড়ির দুহাত অন্য পাতায়
লিখছে প্রেম আজ ব্যস্ত হাতে
ভাবছি তোকেই গভীর রাতে।
কথার ভাঁজে শব্দ বাড়ে
দু'চোখে তোর স্বপ্ন ঝরে
এইভাবে রোজ দেখছি তোকে
সুযোগ পেলেই আড়াল চোখে।
No comments:
Post a Comment