Monday, April 16, 2018

অপেক্ষার কবর

আমার ঘরে রাত বাড়ছে নিঃশব্দে
ফুলের তোড়া হাতে তোর বারান্দায় আমি,
অপেক্ষাতে আমার অভ্যাস লুকিয়ে
তোর প্রতিটি কথা আমার কাছে ভীষণ দামী।
প্রেম বেড়ে যায় নীরবে নিশীথে
যেখানে গল্পের গভীরে বাড়ে মায়ার সাগর,
তোকে চিঠি লিখি মনের গভীরে
আমার প্রেমের সমাধি হারিয়েছে নিজের কবর।
এভাবে অনেক লেখাই জমে
কিছুটা সাগর ছুঁয়ে কেউ মহাকাশে গিয়ে পড়ে,
যেখানে আমার অস্তিত্ব ক্ষীণ
সেখানেই আমি চোখ মুছে রোজ ফিরে আসি ঘরে।
কীভাবে বলবো তোর কানেতে
কোথায় আমার ইচ্ছেগুলো উড়ছে আকাশ মেঘে,
জানিনা কবে ফিরে যাবো শেষে
বহু আছিলায় শুধুমাত্র একটিবার তোকে দেখে।

No comments:

Post a Comment