চলনা যাই বৃষ্টি পায়ে
ভিজবো দুজন মেঘের গায়ে,
মাটির বুকে দুঃখ জমবে
শহর হাঁটবে খালি পায়ে।
ঠোঁট ছোঁয়াই কফির কাপে
জমবে আলাপ ভীষণ শোকে,
কাঁচের দেওয়াল বাষ্প জমবে
মনের বৃষ্টি গোপন চোখে।
এখনও রাত্রি ভাঙবে ঘুম
ননস্টপ স্বপ্নের খোঁজ করে,
শহরে জমবে প্রেম নতুন
সাজানো কক্ষের ঘুম ঘরে।
ভিজবো দুজন মেঘের গায়ে,
মাটির বুকে দুঃখ জমবে
শহর হাঁটবে খালি পায়ে।
ঠোঁট ছোঁয়াই কফির কাপে
জমবে আলাপ ভীষণ শোকে,
কাঁচের দেওয়াল বাষ্প জমবে
মনের বৃষ্টি গোপন চোখে।
এখনও রাত্রি ভাঙবে ঘুম
ননস্টপ স্বপ্নের খোঁজ করে,
শহরে জমবে প্রেম নতুন
সাজানো কক্ষের ঘুম ঘরে।
No comments:
Post a Comment