Saturday, April 14, 2018

মনের খোঁজ

প্রতি রাতে তোকে শব্দ ছুঁড়ি
কাগজ কলম খাতায়,
কীভাবে জাহাজ বন্দর ছুঁয়ে
মিশে থাকে কবিতায়।
একটাই কথা একশো ভাবে
বলতে চাইছি রোজ,
তোর মনেতেই সকাল দুপুর
একটু আমার খোঁজ।
আমার পাঠানো কাগজের প্লেন
মুখ থুবড়িয়ে পড়ে,
তোর উঠোনে পাহারা ভীষণ
ঢুকতে পারে না ঘরে।
তুই কি আমায় পড়তে পারিস
আমার চোখের কোণে?
আমি তো তোকে ভালোবাসি খুব
প্রতিদিন আনমনে।

No comments:

Post a Comment