কোথাও যেন আমার শহর বৃষ্টি পায়ে পায়ে
ছাতার নীচে প্রেম বুনে দেয় অচেনা দুটি গায়ে,
রাত বেড়ে রোজ নতুন রঙে গল্পের হাতছানি
শহর ভিজুক বৃষ্টি ছাদে, ঘুরছে প্রেমের ঘানি।
এভাবেই আমার প্রেম নিবেদন মানুষের ভিড় ঠেলে
তোর কথাতেই ডুবছি ভাসছি আশার আগুন জ্বেলে,
ভাবছি আমিও ফিরে যাবো রাতে অচেনা শহর ছেড়ে
ভালোবাসা মাখা ভিজে জামা গায়ে শ্যাওলা উঠবে বেড়ে।
ছাতার নীচে প্রেম বুনে দেয় অচেনা দুটি গায়ে,
রাত বেড়ে রোজ নতুন রঙে গল্পের হাতছানি
শহর ভিজুক বৃষ্টি ছাদে, ঘুরছে প্রেমের ঘানি।
এভাবেই আমার প্রেম নিবেদন মানুষের ভিড় ঠেলে
তোর কথাতেই ডুবছি ভাসছি আশার আগুন জ্বেলে,
ভাবছি আমিও ফিরে যাবো রাতে অচেনা শহর ছেড়ে
ভালোবাসা মাখা ভিজে জামা গায়ে শ্যাওলা উঠবে বেড়ে।
No comments:
Post a Comment