Sunday, April 22, 2018

Enemy of star

যদিও সবটাই আপেক্ষিক
পথিকও এগোতে জানে না
আর পথও পিছোতে পারে না,
দোটানায় আটকে থাকে পৃথিবী।
মায়া বাড়ে, ধুলো জমে পথে
আমি বৃষ্টি ভিজে হেঁটে বেড়াই,
মেঘের আড়ালে শুষ্কতা লুকিয়ে
আর ছায়াপথ জ্যোতিষ্কের এনিমি।

No comments:

Post a Comment