Sunday, April 29, 2018

তারার গ্রহণ

ভাঙছে শহর প্রেমের পাতায়
বিকেল ধুলোর উল্কাপাতে,
বাঁধছে গ্রহণ তারায় তারায়
সুযোগ পেলে গভীর রাতে।
কথার নালিশ গাল বেয়ে যায়
আঙুল ছুঁয়ে নরম হাতে,
সেলফোনে চোখ নীরবে তাকায়
বুকের ভিতর যন্ত্রণাতে।
এভাবে নতুন সকাল আসে
একটা দুটো কল্পনাতে,
আগের রাতের স্বপ্ন ভাসে
চোখের পাতার আলপনাতে।
কথার আবেগ নরম ঘাসে
নতুন প্রেমের সুত্রপাতে,
মেঘের কোণায় সর্বনাশে
মেলায় স্মৃতি বজ্রাঘাতে।

No comments:

Post a Comment