কিছুটা সময় নদীর বুকে একলা মনে থাকি
সময় পেলেই ক্লান্ত হাতে তোরই ছবি আঁকি,
নৌকা পাড়ে দাঁড়িয়ে থাকে অন্য দিকে ঘুরে
জলের বিন্দু দুহাত ছুঁয়ে ভেসে যায় আরও দূরে।
আকাশ জুড়ে আলোর মায়া আবেগ বাড়ায় রোজ
আমার শহরে আলো চলাচল তোরই মনের খোঁজ,
শান্ত হাওয়ায় মুখ ফিরিয়ে বসে থাকি আমি রাতে
কথার শিকল উঠে যায় বেয়ে সময়ের অজুহাতে।
সময় পেলেই ক্লান্ত হাতে তোরই ছবি আঁকি,
নৌকা পাড়ে দাঁড়িয়ে থাকে অন্য দিকে ঘুরে
জলের বিন্দু দুহাত ছুঁয়ে ভেসে যায় আরও দূরে।
আকাশ জুড়ে আলোর মায়া আবেগ বাড়ায় রোজ
আমার শহরে আলো চলাচল তোরই মনের খোঁজ,
শান্ত হাওয়ায় মুখ ফিরিয়ে বসে থাকি আমি রাতে
কথার শিকল উঠে যায় বেয়ে সময়ের অজুহাতে।
No comments:
Post a Comment