Friday, May 4, 2018

কেন এতো গল্প লিখি রাতে - গান

শূন্যস্থানে বালি ওড়ে ওড়ে
এইখান থেকেই কাহিনীরা ঘোরে,
শব্দের দোষ থাকে আমি চলে যাই,
সন্ধ্যের আলো তোকে খুঁজে পাই
গলিমুখে অন্য প্রেমে ভেসে
তুই প্রেমিকের ঠোঁটে মুখে থাক।
আমি আছি আজও কাছাকাছি
নোনাজল সাগর মুগ্ধ হয়ে বাঁচি,
আলোছায়া মন ভাঙে রাতে হেঁটে যায়,
ঘুম চোখে পথিক পথে পথ হারায়,
চেনা পথে অন্য কোনও বেশে
এই অভিমানে রাত মুছে যাক।
আমি কেন এতো ঘুম সাজাই রাতে,
আমি কেন এতো গল্প লিখি হাতে!
তুই সব ভুলে যাস কীসের অজুহাতে,
আমি জেগে আছি আয় তোর আয়নাতে।


(Not the full version)

No comments:

Post a Comment