ধুয়ে ফেলি যতো জমা কথা সব
অকালে বৃষ্টি তোকেই দিলাম,
নিলে ভালো এই মনের খবর
নইলে এ মন ফিরিয়ে নিলাম।
মেঘেদের বাড়ি ফুটপাথ জুড়ে
রোদ্দুর খোঁজে মুখে তোর নাম,
অকাল বৃষ্টির একলা ছাতায়
আশ্রয় খোঁজে ভেজা অভিমান।
অকালে বৃষ্টি তোকেই দিলাম,
নিলে ভালো এই মনের খবর
নইলে এ মন ফিরিয়ে নিলাম।
মেঘেদের বাড়ি ফুটপাথ জুড়ে
রোদ্দুর খোঁজে মুখে তোর নাম,
অকাল বৃষ্টির একলা ছাতায়
আশ্রয় খোঁজে ভেজা অভিমান।
No comments:
Post a Comment