একটা গান আছে তুমি গাইবে কি?
যতটা বলার বাকি তুমি শুনবে কি?
তোমাকে হঠাৎ চিঠি তুমি পড়বে কি?
শহরে মাতাল বৃষ্টি, বলো ভিজবে কি?
অচেনা নতুন শপথ চলো পালিয়ে যাই,
সেখানে তোমার আমার চলো ঘর সাজাই।
যেখানে ভাঙবে ভুল, পুরনো রোদের মাশুল
চলো সব ভুল ভেঙে আজ এগিয়ে যাই!
একটা বিকেল আঁধার ওড়ে জোনাকি,
সেখানে প্রেমের আলোয় ক্লান্ত ঝিঝি,
বিকেলে লালের আভায় প্রেম গুনবে কি?
হারানো অনেক স্বপ্ন, বলো দেখবে কি?
সময়ে সবাই হারি, কোনও পথ তো নাই,
এভাবে জেতার খেলায় মনে রঙ ওড়াই।
যেখানে অল্প খুব, তবুও আঁধার নামুক,
চলো জিতবো ভেবে আজ হাত মেলাই!
যতটা বলার বাকি তুমি শুনবে কি?
তোমাকে হঠাৎ চিঠি তুমি পড়বে কি?
শহরে মাতাল বৃষ্টি, বলো ভিজবে কি?
অচেনা নতুন শপথ চলো পালিয়ে যাই,
সেখানে তোমার আমার চলো ঘর সাজাই।
যেখানে ভাঙবে ভুল, পুরনো রোদের মাশুল
চলো সব ভুল ভেঙে আজ এগিয়ে যাই!
একটা বিকেল আঁধার ওড়ে জোনাকি,
সেখানে প্রেমের আলোয় ক্লান্ত ঝিঝি,
বিকেলে লালের আভায় প্রেম গুনবে কি?
হারানো অনেক স্বপ্ন, বলো দেখবে কি?
সময়ে সবাই হারি, কোনও পথ তো নাই,
এভাবে জেতার খেলায় মনে রঙ ওড়াই।
যেখানে অল্প খুব, তবুও আঁধার নামুক,
চলো জিতবো ভেবে আজ হাত মেলাই!
No comments:
Post a Comment