এই রাতে কেবল বৃষ্টি পোশাকে
বাসিবো ভালো গোপনে তাহাকে,
যেই জন আমার মনের গভীরে
বাস করে একা অলীক শরীরে।
এই প্রেমে কোনও বিরক্তি নাই
আমি শুধু তাহাকে দু'চোখে হারাই,
তাহার চোখের হাসির পলকে
আমি বেঁচে থাকি বিচ্ছেদ যোগে।
মুখোমুখি হই কত কাছাকাছি
মনে ধরি তাহার আগোছালো হাসি,
একতরফা রোজ ভালোবাসা জমে
তাহাকে এঁকে রাখি মনের কলমে।
বাসিবো ভালো গোপনে তাহাকে,
যেই জন আমার মনের গভীরে
বাস করে একা অলীক শরীরে।
এই প্রেমে কোনও বিরক্তি নাই
আমি শুধু তাহাকে দু'চোখে হারাই,
তাহার চোখের হাসির পলকে
আমি বেঁচে থাকি বিচ্ছেদ যোগে।
মুখোমুখি হই কত কাছাকাছি
মনে ধরি তাহার আগোছালো হাসি,
একতরফা রোজ ভালোবাসা জমে
তাহাকে এঁকে রাখি মনের কলমে।
No comments:
Post a Comment