Saturday, May 26, 2018

কবিতার লাশ

মাটির নীচে কবিতার লাশ খনির গর্ভে ভাঙে বিশ্বাস,
শ্রমিক শুধুই শব্দ খোঁড়ে, অনুভূতিরা এভাবেই মরে।
বিকেল ভরা শব্দ তালাশ আগুন জ্বালায় রক্ত পলাশ,
মৃত্যু হিসেব স্বাধীন ঝরে, আলোর জন্ম নতুন ভোরে।

No comments:

Post a Comment