Friday, May 11, 2018

একলা শহর - গান

একলা শহর, একটা বছর
রাস্তা মোছে জটিল আঁচর,
কোথায় আমার ঘরের কোণে
একটা চিঠি একলা মনে
ভাঙছে বসে নবীন পাথর,
জ্বরের শীতে একলা চাদর
তোমার হাতের অপেক্ষাতে
কাঁদছে ভীষণ গভীর রাতে।

(Not the full version)

No comments:

Post a Comment