Saturday, May 19, 2018

সন্ধ্যার মন

সন্ধ্যার ছাদে দক্ষিণা হাওয়ায় ক্লান্তিরা যায় মিশে,
কলম কাগজ সন্ধি বানায় কবিতাকে ভালোবেসে।
সেখানে তোমার অবাধ প্রবেশ সৈন্যরা পথ আঁকে,
অনুভূতি জমে মনের কোণায় তারারাও রাত মাপে।
উড়ো চিঠি জমে তোমার নামে ঠিকানা গোপন করে,
এভাবে কিছুটা মিথ্যা অবকাশে কবিতারা খসে পরে।
আমি জানি এসব নিছকই ভুলের মনমরা কিছু কথা,
শিরায় শিরায় শব্দেরা সাজে, ধমনীতে প্রেমের ব্যথা।

No comments:

Post a Comment