শহর ভেজা অহংকারে
মেঘের পালক আকাশ ছুঁয়ে,
কাঁচের স্মৃতির রেলিং বেয়ে
বৃষ্টি নামুক দুচোখ ধুয়ে।
এই শহরেই আসবো ফিরে
একলা রাতের গল্প নিয়ে,
মনখারাপের সপ্ত সুরে
গান সাজাবো তোমায় ঘিরে।
মেঘের পালক আকাশ ছুঁয়ে,
কাঁচের স্মৃতির রেলিং বেয়ে
বৃষ্টি নামুক দুচোখ ধুয়ে।
এই শহরেই আসবো ফিরে
একলা রাতের গল্প নিয়ে,
মনখারাপের সপ্ত সুরে
গান সাজাবো তোমায় ঘিরে।
No comments:
Post a Comment