যদি কবিতারা কথা বলতে জানতো
তোমাকেই আটকাতো,
যদি প্রতিদিন ওরা আবেগে ভাসতো
তোমাকেই দোষ দিত।
তুমি জন্ম দিলে ওদের
আর শব্দ দিলে না,
কেন মন্ত্র দিলে ওদের
ভুল দিলে ঠিকানা,
তোমার মনের।
তোমাকেই আটকাতো,
যদি প্রতিদিন ওরা আবেগে ভাসতো
তোমাকেই দোষ দিত।
তুমি জন্ম দিলে ওদের
আর শব্দ দিলে না,
কেন মন্ত্র দিলে ওদের
ভুল দিলে ঠিকানা,
তোমার মনের।
No comments:
Post a Comment