Thursday, May 17, 2018

অভিমানী দর্পণ

নিঃসঙ্গতা বাড়ে, এখানে আমি নিতান্তই একা,
যেখানে আমায় সময় আমারই শব্দেতে আঁকা,
তুমি বোঝো না এই বোধন, এই নৈশব্দর আঁধার
আমি ফিরে যাই স্রোতে যেখানে স্মৃতির পাহাড়।
কখনও কি তুমি ছুঁয়ে দেখেছো এ মনের ব্যর্থতা,
যেখানে তুমিই বক্তা আর এই মনগুলো শ্রোতা।
নিজেকে প্রশ্ন ছুঁড়ো নিশীথে গোপনে আয়নায়,
কতটা সঠিক তুমি তোমার অভিমানী বায়নায়।

No comments:

Post a Comment