Monday, May 28, 2018

তোমার খোঁজে

হে নূতন তুমি প্রবীণ ছায়ায়
বাস করো আজই এ দরবেশে,
যেখানে তোমার নীরব মায়ায়
জ্বলে সন্ধ্যার আলো এ আঁধার দেশে।
সেখানে আমার মনের আলাপ
হাতে একতারা গানে প্রানের নয়ন,
প্রেমের স্পর্শে ভোরে মুছিল গোলাপ
আবেগ চিঠি এ মনে শয্যায় শয়ন।
জানি তুমি আজ ধরা দেবে না
সে কবিতার খাতা তোমার নামে,
এ বুকে তবুও ভালোবাসা জাগে
সুযোগে সোহাগে বেড়ে ওঠে গানে।
বিনম্র তোমার চোখের আবেশ
রাখিব এ মনের নিশীথ ছোঁয়ায়,
যেখানে আমি বাস করি একা
কালো আকাশের বুকে মেঘেদের ধোঁয়ায়।

No comments:

Post a Comment