কীভাবে সময় পালিয়ে যায় রোজ,
যদি না X-এক্সিসে তাকে মুক্ত করি?
আমার সমস্ত প্রয়োজন Y-তে বন্দী,
সীমারেখা মেনে কাগজে গড়াগড়ি।
এই যে frequency বড্ড ছটফটে,
প্রত্যেক ঢেউয়ে অবাধ্যতার সারি,
যদি থমকে যায় সময়ের দৌরাত্ম্য,
তুমি কীভাবে ফিরে আসবে বাড়ি?
প্রত্যেক স্টেপে সময়ের অলীক ছোঁয়া,
বড্ড ভাবি, হয়তো ভীষণ আনকোরা,
যদি বাঁধা যেত সময় সুতোর ফাঁসিতে
তবে থেমে যেত চোখ তোমার হাসিতে।
যদি না X-এক্সিসে তাকে মুক্ত করি?
আমার সমস্ত প্রয়োজন Y-তে বন্দী,
সীমারেখা মেনে কাগজে গড়াগড়ি।
এই যে frequency বড্ড ছটফটে,
প্রত্যেক ঢেউয়ে অবাধ্যতার সারি,
যদি থমকে যায় সময়ের দৌরাত্ম্য,
তুমি কীভাবে ফিরে আসবে বাড়ি?
প্রত্যেক স্টেপে সময়ের অলীক ছোঁয়া,
বড্ড ভাবি, হয়তো ভীষণ আনকোরা,
যদি বাঁধা যেত সময় সুতোর ফাঁসিতে
তবে থেমে যেত চোখ তোমার হাসিতে।
No comments:
Post a Comment