যে কুঁড়িটা ফুটতে পারেনি
বনফুল নাম নিয়ে
সেখানে তোমরা আগুন জ্বেলেছ
ধর্মের গান গেয়ে।
এটাই কি তার ভুল ছিল শুধু
মন্দির পাশে জন্ম?
কই, তোমরা তো কেউ হিসেব চাওনা
কত পেট পেল অন্ন!
অবশেষে কিনা মুছে গেলো সেই
ফুলের মুখে হাসি,
তোমরা এভাবে বিষ মেশালে
পরাগে রাশি রাশি।
তবুও সে ফুল মরতে চায়নি
মুছরে গিয়েছিলো গায়ে,
অবশেষে তোমরা মারলে তাকে
কঠিন ইটের ঘায়ে।
আর কতদিন মারবে এভাবে
ধর্মের নাম নিয়ে?
তোমার ঈশ্বর লুকিয়ে কাঁদছে
আসিফাকে বুকে নিয়ে।
ওই দেখো আকাশ আগুন জ্বালায়
পুড়ছে রঙের বর্ম,
আমার কাছে সব থেকে প্রিয়
বঞ্চিত মানবধর্ম।
বনফুল নাম নিয়ে
সেখানে তোমরা আগুন জ্বেলেছ
ধর্মের গান গেয়ে।
এটাই কি তার ভুল ছিল শুধু
মন্দির পাশে জন্ম?
কই, তোমরা তো কেউ হিসেব চাওনা
কত পেট পেল অন্ন!
অবশেষে কিনা মুছে গেলো সেই
ফুলের মুখে হাসি,
তোমরা এভাবে বিষ মেশালে
পরাগে রাশি রাশি।
তবুও সে ফুল মরতে চায়নি
মুছরে গিয়েছিলো গায়ে,
অবশেষে তোমরা মারলে তাকে
কঠিন ইটের ঘায়ে।
আর কতদিন মারবে এভাবে
ধর্মের নাম নিয়ে?
তোমার ঈশ্বর লুকিয়ে কাঁদছে
আসিফাকে বুকে নিয়ে।
ওই দেখো আকাশ আগুন জ্বালায়
পুড়ছে রঙের বর্ম,
আমার কাছে সব থেকে প্রিয়
বঞ্চিত মানবধর্ম।
No comments:
Post a Comment