কতকাল ঘুরে ঘুরে আসি,
বদলে যাওয়া আদল আর নামের সাজে আমি,
চেনা লাগছে তারার রাশি
সবই বদলে গেলেও আমার বুকে তোমায় পাবো জানি।
এই পৃথিবীর সময় মেপে হারিয়ে যাওয়া সহজ
ফিরে ফিরে আসে স্মৃতিদের ভিড়ে ঘেঁটে ওঠে গোটা মগজ।
তবুও তুমি, আবছা চোখে, জড়িয়ে ধরো আমায়,
প্রতি জন্মের দৃশ্যগুলো আমায় ভীষণ কাঁদায়...
Sunday, December 13, 2020
Saturday, December 5, 2020
স্মৃতি মন্থন
পর্ব - ১
বিকেলের রোদে দাঁড়িয়ে তুমি ভাবো
অপেক্ষাতে আবছা ভাঙা শরীর,
কত কাল পরে ভাঙবে জমা বরফ
স্রোত বয়ে যাবে একটা মৃত নদীর।
পর্ব - ২
টুপ করে খসে পরা কিছু তারার
জীবাশ্ম ভাসে বাতাসের চেনা গন্ধে,
তোমার আমার মুহূর্তেরা আজও
বেঁচে আছে আজ দুজনেরই চেনা রন্ধ্রে।
বিকেলের রোদে দাঁড়িয়ে তুমি ভাবো
অপেক্ষাতে আবছা ভাঙা শরীর,
কত কাল পরে ভাঙবে জমা বরফ
স্রোত বয়ে যাবে একটা মৃত নদীর।
পর্ব - ২
টুপ করে খসে পরা কিছু তারার
জীবাশ্ম ভাসে বাতাসের চেনা গন্ধে,
তোমার আমার মুহূর্তেরা আজও
বেঁচে আছে আজ দুজনেরই চেনা রন্ধ্রে।
একজোড়া ডানা
পর্ব - ১
ভাঙা আয়নায় খুঁজছ তুমিএকজোড়া ডানা প্রজাপতি,
বিচ্ছেদ লেখা কাঁচের গায়ে
নেই কোনও আজ অনুভূতি।
পর্ব - ২
প্রবেশ নিষেধ মনের ভিতর
অন্য কেউ আজ অপেক্ষাতে,
রাত পোহালে ক্লান্ত শরীর
কার চোখে আজ ভিজবে রাতে?
প্রবেশ নিষেধ মনের ভিতর
অন্য কেউ আজ অপেক্ষাতে,
রাত পোহালে ক্লান্ত শরীর
কার চোখে আজ ভিজবে রাতে?
Friday, December 4, 2020
শেষ প্রান্তে
শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু ভাবো,
ফিরে যাবে কিনা রইবে এ মায়ায়
এ জগতে কিছুই চিরস্থায়ী না, তবু
কিছুজন থেকে যায় চোখের তারায়...
ফিরে যাবে কিনা রইবে এ মায়ায়
এ জগতে কিছুই চিরস্থায়ী না, তবু
কিছুজন থেকে যায় চোখের তারায়...
Sunday, October 11, 2020
শুধু তোমার জন্যে - গান
হঠাৎ কখনও বৃষ্টি নামছে তোমার দুচোখ বেয়ে
আবেগ ভিজিয়ে খয়েরী মাখছে মাটির গন্ধ ছুঁয়ে
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে
আমি থাকবো তোমার পাশে জেনো তোমায় আঁকড়ে ধরে...
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে...
জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা
আমি ঘড়ির কাঁটায় জমতে থাকি থমকে মনের চাকা...
জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা...
আমি যে ভীষণ ব্যস্ত প্রেমিক তোমার দুপাশ ঘিরে
কখন কে যেন ডাকছে তোমায় আমার বাঁধন ছিঁড়ে
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি
আসলে আমার কাছে তোমার প্রতি মুহূর্ত খুব দামী...
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি...
ভাবি অল্প আলোয় রাতের শেষে তোমায় আদর মাখা
চোখে দেখতে পাবো টেবিল জুড়ে খাবার আমার রাখা,
আমি ফিরছি ঘরে দিনের শেষে অনেকটা প্রেম আঁকা...
শুধু তোমার জন্যে... ও ও ও, শুধু তোমার জন্যে...
আবেগ ভিজিয়ে খয়েরী মাখছে মাটির গন্ধ ছুঁয়ে
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে
আমি থাকবো তোমার পাশে জেনো তোমায় আঁকড়ে ধরে...
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে...
জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা
আমি ঘড়ির কাঁটায় জমতে থাকি থমকে মনের চাকা...
জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা...
আমি যে ভীষণ ব্যস্ত প্রেমিক তোমার দুপাশ ঘিরে
কখন কে যেন ডাকছে তোমায় আমার বাঁধন ছিঁড়ে
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি
আসলে আমার কাছে তোমার প্রতি মুহূর্ত খুব দামী...
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি...
ভাবি অল্প আলোয় রাতের শেষে তোমায় আদর মাখা
চোখে দেখতে পাবো টেবিল জুড়ে খাবার আমার রাখা,
আমি ফিরছি ঘরে দিনের শেষে অনেকটা প্রেম আঁকা...
শুধু তোমার জন্যে... ও ও ও, শুধু তোমার জন্যে...
Friday, August 28, 2020
বৃদ্ধ কবিতা
দিন গড়িয়ে বিকেল নেমে আসে
আমাদের ছায়াগুলো দীর্ঘ হয়,
দীর্ঘ হয় বন্ধন, প্রেম, ভালোবাসা
আলো কমে আসে আঙুলের ফাঁকে
আমাকে ক্ষমা করো,
আমি কবিতা লিখতে পারি না
কারণ তুমি আমাকে কাঁদাতে পারোনি...
আমাদের ছায়াগুলো দীর্ঘ হয়,
দীর্ঘ হয় বন্ধন, প্রেম, ভালোবাসা
আলো কমে আসে আঙুলের ফাঁকে
আমাকে ক্ষমা করো,
আমি কবিতা লিখতে পারি না
কারণ তুমি আমাকে কাঁদাতে পারোনি...
Saturday, July 4, 2020
অনুমতি নেই
এসেছিলে বিনা অনুমতিতে,
চলেও যাবে একই ভাবে,
পৃথিবীর এই মায়ার বৃত্তে
কেবল স্মৃতিটুকুই থেকে যাবে...
সেদিন যখন পাশে ছিলে
স্পর্শ প্রথম তোমার হাতে,
কংসাবতীর স্রোত হারিয়ে
চোখ জুড়ে আজ ভিজলো রাতে।
চলেও যাবে একই ভাবে,
পৃথিবীর এই মায়ার বৃত্তে
কেবল স্মৃতিটুকুই থেকে যাবে...
সেদিন যখন পাশে ছিলে
স্পর্শ প্রথম তোমার হাতে,
কংসাবতীর স্রোত হারিয়ে
চোখ জুড়ে আজ ভিজলো রাতে।
Tuesday, May 12, 2020
শেষ ডাক
বার বার দরজা বন্ধ করিয়াছ তুমি
আমি অপেক্ষারত তোমার দোরগোড়ায়,
একবার সময় আসবে হয়তো
আমারও দরজায় খিল দেওয়ার।
আমি অপেক্ষারত তোমার দোরগোড়ায়,
একবার সময় আসবে হয়তো
আমারও দরজায় খিল দেওয়ার।
Tuesday, April 14, 2020
ফিরিয়ে দাও - গান
সারাদিন নীল আলো
ক্লান্তির চোখ মুছে
সব কিছু ধুয়ে দিলো
মগজের ক্যানভাসে...
আমি তোমাকে ভেবে ভেবে
কবিতা বানিয়েছি,
শব্দের কথা শুনে
নিজেকে হারিয়েছি...
তুমি গল্পের খাতা খুলে মহাদেশ পারি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু ভালোবেসে পথ হেঁটে যাও,
আমাকে সময় ফিরিয়ে দাও...
ক্লান্তির চোখ মুছে
সব কিছু ধুয়ে দিলো
মগজের ক্যানভাসে...
আমি তোমাকে ভেবে ভেবে
কবিতা বানিয়েছি,
শব্দের কথা শুনে
নিজেকে হারিয়েছি...
তুমি গল্পের খাতা খুলে মহাদেশ পারি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু ভালোবেসে পথ হেঁটে যাও,
আমাকে সময় ফিরিয়ে দাও...
Friday, April 10, 2020
লেখা চুরি ও কপিরাইট
লেখা চুরি? অনেকেই এটা করে থাকেন এবং সেটা আটকানোর জন্য অনেক লেখক লেখার শেষে © চিহ্ন দিয়ে নিজের কপিরাইট বুঝিয়ে থাকেন। এতে হাসি পায় এটা ভেবে যে শুধুমাত্রও একটা চিহ্ন যদি এভাবে লেখাকে সুরক্ষিত করতে পারতো তাহলে এতো বড়ো বড়ো কপিরাইট এজেন্সি থাকতো না পৃথিবীতে।
যাই হোক আসল কথায় আসি, এতো চুরি হয়, এতো লোক লেখা ঝেপে দেয়, তাহলে আমরা কিছু করতে পারি না কেন? কেউ কিচ্ছু করতে পারে না কেন? ওইখানেই আসল মজা। ফেসবুকে আকাউন্ট খোলার সময় শর্তাবলী পড়ে দেখেছেন কোনোদিন? দেখেননি নিশ্চয় তাহলে এভাবে লেখা চুরি নিয়ে চিৎকার করতেন না। ফেসবুকের শর্তাবলীতে পরিষ্কারভাবেই উল্লেখ আছে, আপনি যেই মুহূর্তে কোনও একটি ছবি বা লেখা বা যা কিছু ফেসবুকে পোস্ট করেন সেই মুহূর্তে সেটি আপনার নামে রেজিস্টার তো হয়ে যায় কপিরাইট ওনার হিসেবে কিন্তু সেটা ব্যবহার অনুমতি বা টেকনিক্যালি বলতে গেলে লাইসেন্স আপনি পাবলিক করে দেন, অর্থাৎ যে কেউ সেটি সেভ / ব্যবহার করতে পারে আপনার অনুমতি ছাড়াই, এমনকি সেই পোস্টে কোনোরকম সৌজন্য বোধ বা ক্রেডিট না দিয়েই। ফেসবুক পরিষ্কারভাবে এও বলে দিয়েছেন যদি আপনি মনে করে থাকেন সেই পোস্ট কেবলমাত্র সীমিত কিছু মানুষের জন্যই ব্যবহার করার অনুমতি দেওয়া প্রয়োজন তাহলে সেই পোস্ট ফেসবুকে না আপলোড করতে। বলি এইসব খবর রাখেন নাকি সারাদিন শুধু চোর চোর বলেই চিৎকার করেন?
লেখা বা ছবি কপিরাইট করার বিভিন্ন এজেন্সি থাকে, যান, গিয়ে টাকা দিয়ে তাদের সাথে রেজিস্ট্রি করান, তাহলে লেখা চুরি গেলে ক্ষতির থেকে লাভই বেশী হবে, কারণ তাতে আপনার পকেটও ভরবে, মনও ভরবে এই ভেবে যে আপনার লেখাও কেউ চুরি করে!
যাই হোক আসল কথায় আসি, এতো চুরি হয়, এতো লোক লেখা ঝেপে দেয়, তাহলে আমরা কিছু করতে পারি না কেন? কেউ কিচ্ছু করতে পারে না কেন? ওইখানেই আসল মজা। ফেসবুকে আকাউন্ট খোলার সময় শর্তাবলী পড়ে দেখেছেন কোনোদিন? দেখেননি নিশ্চয় তাহলে এভাবে লেখা চুরি নিয়ে চিৎকার করতেন না। ফেসবুকের শর্তাবলীতে পরিষ্কারভাবেই উল্লেখ আছে, আপনি যেই মুহূর্তে কোনও একটি ছবি বা লেখা বা যা কিছু ফেসবুকে পোস্ট করেন সেই মুহূর্তে সেটি আপনার নামে রেজিস্টার তো হয়ে যায় কপিরাইট ওনার হিসেবে কিন্তু সেটা ব্যবহার অনুমতি বা টেকনিক্যালি বলতে গেলে লাইসেন্স আপনি পাবলিক করে দেন, অর্থাৎ যে কেউ সেটি সেভ / ব্যবহার করতে পারে আপনার অনুমতি ছাড়াই, এমনকি সেই পোস্টে কোনোরকম সৌজন্য বোধ বা ক্রেডিট না দিয়েই। ফেসবুক পরিষ্কারভাবে এও বলে দিয়েছেন যদি আপনি মনে করে থাকেন সেই পোস্ট কেবলমাত্র সীমিত কিছু মানুষের জন্যই ব্যবহার করার অনুমতি দেওয়া প্রয়োজন তাহলে সেই পোস্ট ফেসবুকে না আপলোড করতে। বলি এইসব খবর রাখেন নাকি সারাদিন শুধু চোর চোর বলেই চিৎকার করেন?
লেখা বা ছবি কপিরাইট করার বিভিন্ন এজেন্সি থাকে, যান, গিয়ে টাকা দিয়ে তাদের সাথে রেজিস্ট্রি করান, তাহলে লেখা চুরি গেলে ক্ষতির থেকে লাভই বেশী হবে, কারণ তাতে আপনার পকেটও ভরবে, মনও ভরবে এই ভেবে যে আপনার লেখাও কেউ চুরি করে!
Wednesday, April 1, 2020
অনুভূতি সিরিজ - ৯
ফিরছি আবার,
তোমার কপাল ছুঁয়ে
হাতের রেখায় চিহ্ন রেখে,
বালির ঘড়ি উল্টে দিয়ে
বুকের মাঝে স্পর্শ ঢেকে...
তোমার কপাল ছুঁয়ে
হাতের রেখায় চিহ্ন রেখে,
বালির ঘড়ি উল্টে দিয়ে
বুকের মাঝে স্পর্শ ঢেকে...
Friday, March 27, 2020
অনুভূতি সিরিজ - ৮
অনুভূতি ধারালো দাঁতে
আঁচড় কাটে কোনো শান্ত বুকে
কখনও বিকেলে ভাঙা রোদে
হয়তো সে সত্যিই ভীষণ সুখে...
আঁচড় কাটে কোনো শান্ত বুকে
কখনও বিকেলে ভাঙা রোদে
হয়তো সে সত্যিই ভীষণ সুখে...
একটা প্রেমের গল্প - গান
স্কুল পালানো মুহূর্তেরা
আবছায়াতে গল্প সেরা
তার দেখাতে অল্প ছোঁয়া চাই...
সে তো আসবে আবার মনে
কোনও অন্য দরজা খুলে
তার অলস দিনে আমার খবর পাই...
প্রেম মাখবো গায়ে অলঙ্কারে
তার ছোঁয়াতে মুগ্ধ হয়ে
বৃষ্টি বিকেল মাটির গন্ধ পাই...
আজ সকল কাজে তাকেই পাশে চাই...
আবছায়াতে গল্প সেরা
তার দেখাতে অল্প ছোঁয়া চাই...
সে তো আসবে আবার মনে
কোনও অন্য দরজা খুলে
তার অলস দিনে আমার খবর পাই...
প্রেম মাখবো গায়ে অলঙ্কারে
তার ছোঁয়াতে মুগ্ধ হয়ে
বৃষ্টি বিকেল মাটির গন্ধ পাই...
আজ সকল কাজে তাকেই পাশে চাই...
Thursday, February 13, 2020
Friday, February 7, 2020
বিকল্প
এমন জীবন বাছলি রে তুই
ভোরের আকাশ দেখলি না
রোদের গায়ে সোনা আছে মাখলি না...
ওরে ভাই রে আমার সবুজ মাঠে
রাখাল হয়ে কল্পনাতে
লালের আভায় আপন মনে ছুটলি না,
কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
ওওও... কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
দিনের শেষে ক্লান্ত শরীর,
অবাধ্যতা সময় ঘড়ির
মনের মানুষ ব্যস্ত ফোনে
একটু সময়ও পেলি না,
কোথায় রে তুই জীবন মানেই বুঝলি না।
সময় ভাবুক নিজের কথা,
জানি তোরও মনে ব্যথা,
একটিবারও আয়না নিয়ে নিজের ছবি দেখলি না,
কেন রে ভাই নিজেকে তুই চিনলি না...
রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ওওও... রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ভোরের আকাশ দেখলি না
রোদের গায়ে সোনা আছে মাখলি না...
ওরে ভাই রে আমার সবুজ মাঠে
রাখাল হয়ে কল্পনাতে
লালের আভায় আপন মনে ছুটলি না,
কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
ওওও... কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
দিনের শেষে ক্লান্ত শরীর,
অবাধ্যতা সময় ঘড়ির
মনের মানুষ ব্যস্ত ফোনে
একটু সময়ও পেলি না,
কোথায় রে তুই জীবন মানেই বুঝলি না।
সময় ভাবুক নিজের কথা,
জানি তোরও মনে ব্যথা,
একটিবারও আয়না নিয়ে নিজের ছবি দেখলি না,
কেন রে ভাই নিজেকে তুই চিনলি না...
রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ওওও... রোদের গায়েও সোনা আছে মাখলি না...
Sunday, February 2, 2020
ফেলে আসা দিন
জীবনে কত মানুষ একা হেঁটে যায়
নদীরা মেশে মোহনায়,
কথারা ঢেউয়ে চরে একা পাড়ি দেয়
স্মৃতিরা ভাসে কিনারায়।
এখনও তুমি আমি,
বসে বসে রোজই ভাবি
খুঁজেছি জোছনাতে
সেই ফেলে আসা দিন,
ভাঁটাতে জোয়ারের ঋণ...
কীভাবে কাটাবো রঙিন...
নদীরা মেশে মোহনায়,
কথারা ঢেউয়ে চরে একা পাড়ি দেয়
স্মৃতিরা ভাসে কিনারায়।
এখনও তুমি আমি,
বসে বসে রোজই ভাবি
খুঁজেছি জোছনাতে
সেই ফেলে আসা দিন,
ভাঁটাতে জোয়ারের ঋণ...
কীভাবে কাটাবো রঙিন...
Subscribe to:
Posts (Atom)